পাক্ষিক প্রিয়ভূমির সর্বশেষ পাঠক জরিপ অনুযায়ী, প্রতিদিন লক্ষাধিক মানুষ আমাদের পত্রিকা পড়ে। এই জরিপে প্রিয়ভূমিকে দেশের অন্যতম জনপ্রিয় পত্রিকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। শুধু পাঠকসংখ্যাতেই নয়, দেশের শিক্ষিত এবং সামাজিকভাবে উচ্চ স্তরের মানুষের মধ্যেও প্রিয়ভূমি বেশ জনপ্রিয়।
তাই কোনো পণ্য, সেবা, বা ব্র্যান্ডের তথ্য সরাসরি পাঠকের কাছে পৌঁছানোর জন্য প্রিয়ভূমি অন্য পত্রিকার চেয়ে অনেক এগিয়ে রয়েছে।
প্রিয়ভূমির অনলাইন সংস্করণও ব্যাপক জনপ্রিয়। প্রতি মাসে প্রায় ৫০ লাখ মানুষ আমাদের ওয়েবসাইট ভিজিট করেন। এই ভিজিটরের কারণে প্রতি মাসে আমাদের ওয়েবসাইটের পেজভিউ প্রায় ৮ কোটি। এজন্য প্রিয়ভূমি পোর্টাল দক্ষিণ এশিয়ার শীর্ষ গণমাধ্যমগুলোর একটি হিসেবে পরিচিত।
প্রিয়ভূমির ফেসবুক পেজও অত্যন্ত জনপ্রিয়, যার প্রায় ২০ লাখ অনুসারী রয়েছে। এই পেজের মাধ্যমে কোনো পণ্য, সেবা, বা ব্র্যান্ডকে আমাদের অনুরাগী, অনুসারী, এবং পাঠকদের সঙ্গে যুক্ত করা যায়।
প্রিয়ভূমির ছাপা পত্রিকা এবং অনলাইন পোর্টালের জন্য আলাদা বিজ্ঞাপন রেট কার্ড রয়েছে। প্রিয়ভূমির অফিসে এসে বা নির্ধারিত এজেন্ট পয়েন্টে গিয়ে বিজ্ঞাপন দেওয়া যায়।
প্রিন্টের রেট কার্ডের জন্য ক্লিক করুন
পোর্টালের/ডিজিটাল রেট কার্ডের জন্য ক্লিক করুন
মোহাম্মদ রশিদুজ্জামান রুনু | |
---|---|
পদবী: | সম্পাদক ও প্রকাশক |
প্রতিষ্ঠান: | পাক্ষিক প্রিয়ভূমি |
অঙ্গীকার: | প্রগতিশীল ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার সহ জাতীয় পাক্ষিক প্রকাশনা |
প্রকাশনা: | প্রিয়ভূমি পাক্ষিক প্রকাশনা |
অফিস: | XXX/বি, ব্লক-সি, খিলগাঁও, ঢাকা-১২১৯ |
মোবাইল: | ০১৭১১৬১৬৪২২ |
ব্যবসায়িক ইমেইল: | [email protected] |
প্রিয়ভূমি ওয়েবসাইট: | www.priyobhumi.com |
সৈয়দ আসিফ মুজতোবা | |
---|---|
পদবী: | ছাপা সংস্করণ ও প্রকাশক |
প্রিয়ভূমি ঠিকানা: | বাড়ি# ০০, রোড# ০০, উত্তর গোরান, ঢাকা# ১২১৯, বাংলাদেশ। |
ইমেইল: | [email protected] |
প্রিয়ভূমি কাস্টমার কেয়ার: | +৮৮০১৫৫৮৯৫৭০৮৩ (হোয়াটসঅ্যাপ) |